প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস
অর্থ উপদেষ্টা
সালেহউদ্দিন আহমেদ
কর আপীল অঞ্চল-২, ঢাকায় আপনাকে স্বাগতম।
বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখার স্বার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের কোন বিকল্প নাই। আয়কর আপীল ব্যবস্থাপনাকে আরো গণমুখী (Pro-people) এবং করদাতা-বান্ধব (Tax Friendly) করার চলমান প্রক্রিয়া বাস্তবায়নের নিমিত্তে কর আপীল অঞ্চল-২, ঢাকা কর্তৃক এ ওয়েবসাইট তৈরী করা হয়েছে। আপীল দায়েরের পদ্ধতিসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনী বিষয় সম্পর্কে সম্যক ধারণা প্রদানের উদ্দেশ্যেই এ ওয়েবসাইটের সৃষ্টি। এ ওয়েবসাইট হতে একজন করদাতা সহজেই ঘরে বসে আপীল দায়েরের প্রাথমিক ধারণা পেতে পারেন।
করদাতাদের ন্যায় বিচার প্রাপ্তির অধিকার সুনিশ্চিতকরণ অত্যাবশ্যক। করদাতাদের আপীল মামলা নিষ্পত্তির জন্যে বর্তমানে ঢাকায় ৪টি এবং চট্রগ্রাম, রাজশাহী ও খুলনায় ১টি করে মোট ৭টি (সাত) কর আপীল অঞ্চল রয়েছে। রাজস্ব ব্যবস্থাপনার বর্তমান কাঠামোতে প্রশাসনিক (Territorial) কর অঞ্চলসমূহে সৃষ্ট বিতর্কিত করদাবী নিষ্পত্তির মাধ্যমে নিরঙ্কুশ করদাবী সৃজনে কর আপীল অঞ্চলসমূহ সর্বদাই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ক্রমবর্ধিষ্ণ করদাতাদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে সুশৃঙ্খল কর বিচার ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে করদাতা এবং কর আপীল কর্তৃপক্ষের মধ্যেকার ডিজিটাল সেতুবন্ধন-এ ওয়েবসাইটটিতে বিভিন্ন তথ্যের সন্নিবেশ ঘটানো হয়েছে। ন্যায়বিচার নিশ্চিতকরণের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের বার্ষিক আয়কর আদায় লক্ষ্যমাত্রা অর্জনে কর আপীল অঞ্চল-২, ঢাকা নিরলস কাজ করে যাচ্ছে।
করদাতা বান্ধব রাজস্ব সংস্কৃতি সৃজনে কর আপীল অঞ্চল-২, ঢাকা সদা সর্বদা সচেষ্ট এবং বদ্ধ পরিকর।
কর কমিশনার
কর আপীল অঞ্চল-২, ঢাকা।
অফিস লোকেশন
চেয়ারম্যান, এনবিআর
মোঃ আবদুর রহমান খান
কর কমিশনার
মোঃ জাকির হোসেন
যোগাযোগ
কর কমিশনার (আপীল) এর কার্যালয়
কর আপীল অঞ্চল-২, ঢাকা,
রাজস্ব ভবন (১২) তলা
প্লট- এফ-১/এ
আগারগাঁও শের-ই-বাংলা নগর, ঢাকা।